স্টিমার
- junayed titul - মুঠোভরা রোদের গল্প ১৬-০৫-২০২৪

তোমার হাত দুটো খালি কেন প্রিয়দর্শিনী?
মেলে ধরো সেখানে জমতে থাকুক সূর্যরশ্মি ;
হাতের রেখাপথে বেড়ে ওঠুক শতবর্ষজীবী লাল গোলাপ। তোমার চোখে কেউ বুঝি স্বপ্নজাল বুনেনি অতীতে?
তাকিয়ে দেখো দূর মেঘের বৃষ্টি ফোটা হয়ে ঝড়ে পড়ছে আমার স্বপ্নেরা;
চোখের রেটিনায় জেগে উঠছে স্বপ্নঘুড়ি!
তাইতো !
তোমার নগ্ন পায়ে সমুদ্রফেনা খেলা করেনি বুঝি আগে? আঙুলের ফাঁকেফাঁকে জমেনি বুঝি বালুকাবেলা ;
ঢেউগোনা দুপুরবেলা আমি হীন তুমি বড্ড একেলা!
চেয়ে দেখো ঐ দূর সমুদ্রপানে তোমার দিকে আসছে এগিয়ে নীলচে স্টিমার ;
সেতো একলা নাবিক তোমার উদ্দেশ্যে....
তুমি রাজকুমারী, আমি রাজকুমার।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

titul
৩১-০১-২০১৭ ১৬:৪৩ মিঃ

ধন্যবাদ আল মামুন

almamun1996
২৯-০১-২০১৭ ১৪:০৪ মিঃ

বাহ ।।।